হ্যা। সফট ড্রিংকস আমাদের হজমে সাহায্য করে। আমাদের পাকস্থলীর মধ্যে সবসময় এসিডিক পরিবেশ থাকে। অামারা যখন মাছ, মাংস, বিরিয়ানি জাতীয় খাবার খাই তখন খাওয়ার পর একটু কোল্ড ড্রিংকস খাই কারন এই জাতীয় খাবার গুলো অামাদের পাকস্তলীর মধ্যে এসিডের পরিমান আরো বাড়িয়ে দেয়। তখন আমারা যদি কোল্ড ড্রিংকস (বাফার দ্রবন) খায় তখন এই বাফার দ্রবনের শুধু ক্ষারীয় অংশগুলো কাজ গুলো। পেটের ভিতর এসিডের সাথে ক্ষার মিশে লবন ও পানি তৈরী করে নিউট্রাল করে দেয়।
ক্ষার+ এসিড= লবন+ পানি।
এভাবে আমাদের হজমে সাহায্য করে। যখন পটের মধ্যে এসিডিটি (গ্যাস) হয় তখন অামরা ইনো বা যে গ্যাসের ট্যাবলেট গুলো খায় সেগুলো সাধারনত ক্ষার এবং এই একই ভাবে অামাদের শরীরে কাজ করে।