সফট ড্রিংকসের প্রধান উপাদান কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড নিম্নোক্ত ভাবে প্রস্তুত হয়-
CO2+H2O=H2CO3
এই এসিডটি উচ্চচাপে বোতলের ভিতর আবদ্ধ করে রাখা হয় যার কারণে বোতল খুললে চাপ মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে।
এছাড়া সফট ড্রিংকসে বিভিন্ন মিষ্টি দ্রব্য ব্যবহার করা হয়। তাই সফট ড্রিংকস এর প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড।
আশাকরি আপনার উত্তর পেয়ে গেছেন।