উঃ ইঁদুর দাঁত দিয়ে কাটেনা এমন জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি অধিকাংশ ক্ষেত্রে সেসব ওদের খাবার জিনিস নয়, তবুও তারা কাটে।
ইঁদুরের সামনের দাঁত আজীবন বড়ো হতে থাকে। এটা সেটা কেটে ওরা ওই দাঁত ক্ষয় করে ছোটো রাখে। যারা দাঁত ছোটো রাখবে না,ওরা নিজের দাঁতের আঘাতেই মৃত্যুবরণ করবে। মানে দাঁত মুখ ভেদ করে বের হতে পারে, এমনকি ওদের মস্তিস্কেও আঘাত করতে পারে।