ইঁদুরের সামনের দাঁত সবসময়ই বড় হতে থাকে। কিন্তু ইঁদুরেরা কাগজ,জামা-কাপড় কেটে ঐ বড় হওয়া দাঁতের ক্ষয় করে ছোট রাখার চেষ্টা করে। যে ইঁদুর দাঁত ছোট রাখবে না সেই ইঁদুরকে নিজের দাঁতের আঘাতে মৃত্যুবরণ করতে হবে।বড় হয়ে যাওয়া দাঁত মুখ থেকে বের হয়ে আসে তাদের মস্তিস্কেও আঘাত করতে পারে।