কানের ময়লা বা ইয়ার ওয়াক্স নামে পরিচিত আঠালো উপদানকে মূলত সেরুমেন বলা হয়। এটি কানের বাইরের অংশ ওয়াক্স গ্ল্যান্ড থেকে উৎপাদন হয়। ইয়ার ওয়াক্সে ২০ থেকে ৫০ শতাংশ ফ্যাট থাকে, এগুলো কানকে আদ্র রাখে। পাশাপাশি ইয়ার ওয়াক্স ধুলো ময়লা ও পোকামাকড়কে আমাদের কানে ঢোকা থেকে ঠেকায়। এর রয়েছে ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী গুণ। সাধারণত আমাদের কানের পর্দা থেকে কানের সরু পথ হয়ে কানের ভিতরে জমা মোমের মতো এই বস্তু কানের বাইরের অংশে বের হয়। কানে পর্যাপ্ত ইয়ার ওয়াক্স না থাকলে কান শুকিয়ে যেতে পারে, চুলকাতে পারে, ইনফেকশন এর সম্ভাবনা থাকে।
কানের ময়লা সাধারণ দৃষ্টিতে কোন ক্ষতি করেনা। নিজে থেকেই ময়লা বের হয়ে যায়। ময়লা জমে গেলে অলিভ অয়েল বা বেবি অয়েল দিয়ে কানের ময়লা নরম করে নিতে হবে। তারপর কটন বাড দিয়ে পরিষ্কার করলেই হবে। কটন বাড যেন কানের বেশি ভেতরে না যায়। কটনে পানি ভিজিয়েও নরম করা যাবে। অনেকেই চুলের পিন বা অন্যান্য ধারালো জিনিস দিয়ে কান পরিষ্কার করে, এতে ক্ষতি হতে পারে।