আমাদেরেই মহাবিশ্ব অনেক রহস্যময়। হোয়াইট হোল ও হচ্ছে এমন একটি রহস্য বটে।
আপনারা হোয়াইট হোল নামটা হয়তো এতো শুনে থাকবেন না যতটা না ব্ল্যাকহোল সম্পর্কে শুনেছেন।
তবে হোয়াইট হোল সম্পর্কে বলতে গেলে আগে ব্ল্যাকহোল সম্পর্কে হালকা বলে নিতেই হবে।
ব্ল্যাকহোল হচ্ছে আমাদের মহাকাশে এমন একটি উচ্চ গ্র্যাভিটি যুক্ত বস্তু যা এর সামনের সকল কিছুই নিজের দিকে গ্রাস করে নেয়। ব্ল্যাকহোলের আকর্ষণ এতো বেশি যে আলোও এর অভিকর্ষ থেকে বের হতে পারে না।
যাহোক, থিওরি শেষ ব্ল্যাকহোলের। এবার একটু দার্শনিক চিন্তায় চলে আসি?
একটা জিনিস হয়তো জানেন যে যার শুরু আছে তার শেষ আছে,মহাবিশ্বের সকল কিছু ধ্রুবক,কোনো কিছু হঠাৎ গায়েব হয়ে যেতে পারে না। আবার কোনো কিছুর যদি সৃষ্টি হয় তবে তাকে ধ্বংস হতেই হবে। আবার প্রত্যেক জিনিসের ই একটা বিপরীত দিক থাকেই। যেমনঃ উত্তর-দক্ষিণ, আকর্ষণ-বিকর্ষণ।
তো ব্ল্যাকহোল ও কিন্তু ধ্রুবক কিছু নয়। এটিও সৃষ্টি হয়েছে এবং থিওরিটিক্যালি এর সৃষ্টি সম্ভব আর কোনো না কোনো দিন তো এর ধ্বংস হতেই হবে। সাইন্স বী।
এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাকহোল ধ্বংস হলে কেমন হবে অথবা ব্ল্যাকহোলের বিপরীত ধর্মী বস্তু কি তাহলে?
এই প্রশ্ন থেকেই আসে হোয়াইট হোলের ধারণা। এতক্ষণে নিশ্চই আন্দাজ করতে পেরেছেন হোয়াইট হোল কি?
হোয়াইট হোল হচ্ছে ব্ল্যাকহোলের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ, এটি তার ভিতরের সব কিছু বাইরে বের করে দিতে থাকবে। ব্ল্যাকহোল যেখানে সব কিছু শুষে নেয়, হোয়াইট হোল সেখানে সবকিছু উগলে দেয়।
যার দরুন এটি হবে অত্যন্ত উজ্জ্বল। আলো সহ সকল কিছু প্রায় আলোর বেগে বেরিয়ে আসতে থাকবে এর মধ্য থেকে। সাইন্স বী।
একটি প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরেছে যে ব্ল্যাকহোলে এতো সব জিনিস গিয়ে যায় কোথায়?
এখানে একটি ধারণা হচ্ছে ব্ল্যাকহোল সব জিনিস গ্রাস করতে থাকে এবং এক সময় এর গ্রাস করার ক্ষমতা শেষ হয়ে যায় এবং সবকিছু উগলে দিতে থাকে এবং পরিণত হয়ে যায় হোয়াইট হোলে। তবে এই ধারণা মতে হোয়াইট হোলের আয়ু ব্ল্যাকহোলের মত এতো বেশি হয় না। শীগ্রই এর ক্ষমতা শেষ হয়ে যায়।
এর আরো একটি ধারণা আছে। যা অনেকটা ওয়ার্ম হোলকে সমর্থন করে বৈকি।
এই ধারণা অনুযায়ী ব্ল্যাকহোল আর হোয়াইট হোল টানেলের মত। একটি দরজা ব্ল্যাকহোল এবং অপরটি হোয়াইট হোল। ব্ল্যাকহোল দিয়ে যা জিনিসপত্র গ্রাস করে তা অপরদিকে হোয়াইট হোল দিয়ে বের করে দেয়।
এটি অনেকটা ইন্টার গ্যালাক্টিক ট্রাভেল এর মত, এখানে ব্ল্যাকহোল প্রবেশদ্বার আর হোয়াইটহোল বের হওয়ার রাস্তা। আপনি হয়তো সাই ফাই মুভি বা সিরিজ এ বহুবার দেখেছেন।
কিন্তু অনেক বিজ্ঞানীরা এই হোয়াইট হোলের ধারণাকে মানতে নারাজ। এখন পর্যন্ত এর পক্ষে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায় নি। আর এটি ফিজিক্স এর থার্মোডায়ানিমিক্স এর দ্বিতীয় সূত্রের সাথে সাংঘর্ষিক। যেখানে প্রমাণিত হয় মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সেখানে এই তথ্য মতে অনেকক্ষত্রে দেখা যায় এন্ট্রপি কমছে। সাইন্স বী।
যাহোক,কি হবে যদি একটি ব্ল্যাকহোল আর হোয়াইট হোল সামনাসামনি চলে আসে? কি হবে তারা যদি একজনের সাথে অন্যজন ফাইট করতে চলে আসে?
এটা পরবর্তী দিনের টপিক, সে পর্যন্ত চিন্তা করতে থাকুন কি হতে পারে!
©সাদিকুল আলম শাকিল