সরীসৃপ ও উভচর প্রানীদের দেহের তাপমাত্রা শারীরবৃত্তীয়ভাবে নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়ে , পরিবেশের তাপমাত্রা কমলে এদের দেহের তাপমাত্রা কমে। তাই এদের শীতল রক্তের প্রানী বলা হয়।