মানুষের মত পশুলাখিরা আত্মহত্যা করতে পারে না তবে তারা আত্মঘাতী হয়ে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।এর জন্য অনেকের মাঝে ভুল ধারণা আছে যে তারা সুইসাইড করে বা করতে চায়।কিন্তু সুইসাইডের যে ধারণা তা অনুযায়ী প্রাণীরা সুইসাইড করতে পারে না।
http://www.bbc.com/earth/story/20160705-many-animals-seem-to-kill-themselves-but-it-is-not-suicide
তবে তাদের কিছু কার্যকলাপ দেখে মনে হয় যে তারা আত্মহত্যা করতে চায়।যেমন লেমিং এর চলতে চলতে পাহাড় বা খাদ কিনারে গিয়ে ঝাপিয়ে পড়া,তিমির সমুদ্রে কিনারে চলে যাওয়া,সিংহের সঙ্গিনীর মৃত্যুতে বিরহে কাতর হয়ে কাঁদতে কাঁদতে ও খাওয়া-দাওয়া বাদ দিয়ে মৃত্যুবরণ,কুকুরের পানিতে ঝাপিয়ে পড়া,পাখির নিজের দেহ ঠুকরিয়ে পালক-মাংস তুলে ফেলা,আক্রান্ত হয়ে হরিণের পাহাড় থেকে ঝাপিয়ে পড়া ইত্যাদি।
অনেকে মনে করেন কিছু প্রাণী এসব করে থাকে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য,শক্তি বৃদ্ধির জন্য আবার কিছু প্রাণী অসুস্থতার ফলে বা মানসিকভাবে অসুস্থ হলে এসব করে থাকে এর ফলে তারা অজান্তেই নিজেদেত মৃত্যুর দিকে ঠেলে দেয়।এদের এই কাজকে আত্মহত্যার সাথে তুলনা করা সঠিক নয়।
আত্মহত্যা শুধু মানুষই করতে পারে।