আত্মহত্যার বিভিন্ন উদাহরণ শালিক,বিড়াল, ঘোড়া সহ আরও বিভিন্ন প্রাণীর মধ্যে দেখা যায়
। বিড়াল তার বাচ্চা মারা গেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আবার ঘোড়া দীর্ঘদিন অপুষ্টিতে ভুগলে আত্মহত্যা করে থাকে। শলিকের সঙ্গী মারা গেলে শালিক আত্নহত্যা করে। আবার পোষা কুকুর অনেকসময় তার মালিকের মৃত্যুর পর দিনের পর দিন সমাধিস্থলে বসে থাকা এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার মত ঘটনাও আমরা অনেকে হয়তো শুনে থাকব।
তবে এসকল ঘটনা নিয়ে রয়েছে নানান বিতর্ক। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানীদের ধারনা এসকল ঘটনা কে ঠিক আত্মহত্যা বলা চলে না। তাদের মতে, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে যারা বিভিন্ন সমস্যার ও প্রতিবন্ধকতার কারণে নিজেদের ক্ষতি করার চেষ্টা করে যা অনেকসময় তাদের মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। তবে সেটি যাই হোক না কেন, অন্যান্য প্রাণীদের এমন নিজেদের শেষ করে দেওয়ার প্রবণতাকে মানুষের আত্মহত্যার প্রবণতার সাথে তুলনা করলে খুব একটা পার্থক্য পাওয়া যাবে না।