সাবেরা খাতুন
ঠাণ্ডা আবহাওয়ায় অর্থাৎ শীতের দিনে সকালে ঘুম থেকে উঠা খুব কষ্টের, কিন্তু চিন্তা করবেন না কারণ আপনি একাই এমন নন। আসলে এমন কিছু প্রাণী আছে, যাদের পিতামাতারা যত জোরেই চিৎকার করুক না কেন তাদের ঘুম ভাঙ্গেনা, বরং তারা সারাটা শীত ঘুমিয়েই কাটিয়ে দেয়। যখন জীবজন্তুর জন্য পরিবেশ খুবই প্রতিকূল আকার ধারণ করে তখন পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য তাদের একটা উপায় বাহির করতে হয়। কিছু প্রাণী পরিবেশের এই প্রতিকূলতা থেকে নিজেকে রক্ষা করার জন্য নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। পরিবেশ অনুকূল হওয়ার আগ পর্যন্ত তারা নিষ্ক্রিয় অবস্থাতেই থাকে। যদি এই নিষ্ক্রিয় অবস্থা শীতের সময় দীর্ঘদিন যাবত থাকে তবে তাকে হাইবারনেশন বা শীতনিদ্রা বলে। কিন্তু এটা যদি গরম কালে হয় তাহলে তাকে এস্টিভেসন বা গ্রীষ্মনিদ্রা বলে।
কিছু কিছু প্রাণী শীত বা গ্রীষ্মের পুরোটা সময় ঘুমিয়ে কাটায়। এর মূল কারণ শক্তি সঞ্চয় করা।