যদি নখে চাপ, আঘাত লাগে, বা নখ ভেঙ্গে যায় তাহলে নখের ভেতরে ফাঁকা তৈরি হয়। নখের ঠিক নিচে যে চামড়ার উপর নখ সাজানো থাকে সেটা একপ্রকার জীবন্ত কোষ বা টিস্যু। ফাঁকা তৈরি হওয়ার কারনে নোখের সাথে কোষ/টিস্যু বিছিন্ন হয়ে যায়। ফলে প্রোটিন নখে পৌঁছাতে পারে না, নখ মরে যায়।
আমাদের দেহে নানা জৈবিক প্রক্রিয়ায় কেরাটিন নামের এই প্রোটিন তৈরি হয়। দেহের এসব কেরাটিন নানান রাসায়নিক প্রক্রিয়ায় এক সাথে হয়ে হাত বা পায়ের নখ হিসেব দেহের বাইরে বের হয়।
বিস্তারিত জানতে নখের গঠন পড়তে পারেন