রক্ত দান করার পর অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেখানে ব্লাড ব্যাগ নিডেল প্রবেশ করানো হয়েছে তার চারিপাশে কালো হয়ে গেছে, যা হয়ত ধীরে ধীরে বাড়তেও পারে। কেন এমন হয়?
১। যখন নিডেল প্রবেশ করানো হয়, তখন খুবই স্বল্প পরিমানে রক্ত সেখান থেকে বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এটি বেশী দেখা যায়, যখন নিডেল প্রবেশ করাতে বেশ কষ্ট হয় বা ভেইন খুঁজে পেতে ঝামেলা করে ফেলা হয়।
২। যেখানে নিডেল প্রবেশ করানো হয় তার চারপাশে ছোট ছোট ভেইন থাকে যেগুলো আঘাত পেতে পারে, যদি নিডেল প্রবেশ করার পদ্ধতির ঝামেলা হয়।
৩। রক্ত দান করার পর সচারচর দেখা যায় রক্তদাতার হাতে তুলা দিয়ে হাত ভাঁজ করে বসিয়ে রাখা হয়। এতে যতটুকু প্রেশার দেওয়া উচিত রক্ত বন্ধ হওয়ার জন্য ততটুকু আর প্রয়োগ করা হয়না।
৪। রক্ত যেদিন দান করেন রক্তদাতা, সেদিন যদি উনি রক্তদানকৃত হাত দিয়ে ভারী কিছু বহন করেন তাহলেও এমন হতে পারে।