গাছের একটা শাখা কে নির্দিষ্ট করে সেই নির্দিষ্ট অংশ কেটে সেখানে গবাদি পশুর বিষ্ঠা দিয়ে একটা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। কিছুদিন পর দেখা যাবে সেখান থেকে কিছু শিকড় বের হয়েছে তারপর শাখা টি কেটে নিয়ে রোপণ করতে হবে। এভাবে গুটি কলম প্রস্তুত করা হয়। অর্থাৎ, গাছের মাটির কাছাকাছি শাখাকে বাকিয়ে মাটিচাপা দিলে কয়েক সপ্তাহের মধ্যে সেখান থেকে অস্থানিক মূল গজায়। মূলসহ শাখাটি কেটে কোথাও লাগালে নতুন উদ্ভিদের জন্ম হয়।