সোডা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।এছাড়াও নিয়মিত সোডা গ্রহণে কিডনির ক্ষতি আর ক্যান্সারও হতে পারে।খুব বেশি পরিমাণে সোডা গ্রহণে হৃদরোগ,করোনারি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।সোডা অ্যাজ মার সাথেও সম্পৃক্ত।আমাদের স্মৃতিভ্রমও ঘটতে পারে।বেশি সোডা গ্রহণে ব্যক্তি মোটা হতে পারে।সোডায় থাকা উচ্চমাত্রার ফসফরাস আমাদের জীবনকাল ছোটো করে দিতে পারে।কিশোর বয়সীদের উগ্র করে তুলতে পারে।