যদিও দুধ এবং চা আলাদা আলাদা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর। কারণ চাতে ক্যাফেইনের পাশাপাশি ক্যাটেচিন নামক এন্টি এক্সিডেন্ট থাকে। অন্যদিকে প্রতি ১ গ্ন্তুলাস দুধে ৯ টি প্চারয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি,পটাসিয়াম ইত্যাদি। অন্যদিকে চাইয়ে এন্টি অক্সিডেন্ট ও ভিটামিন থাকে। চা ইমিয়ুন সিস্টেমের উন্নত করে, রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রন করে, কোষের ক্ষতি কমায়।তাছাড়া কার্ডিওভাষ্কুলার রোগের ঝুকি কমায়।
কিন্তু চায়ের সঙ্গে দুধ মেশানো হলে কেজিন প্রোটিন আর ক্যাটেচিন রি-অ্যাকশন করে এন্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়, সেই সঙ্গে এটি চা-কে এসিডিক করে ফেলে। যার কারণে ইনফ্লামেশন হয়। তা ছাড়া দুধচায়ের অন্যান্য ক্ষতিকর দিকগুলোর মধ্যে ব্রন হওয়া, অনিদ্রা, পেট ফাপা, পুষ্টি ঘাটতি গ্যাষ্টিক ও আলসারের মত সমস্যাও দেখা দিতে পারে।