রঙিন প্লাস্টিকের বোতলে পানি পান করা খুবই ক্ষতিকর হতে পারে। আবার ততোটা ক্ষতিকর নাও হতে পারে। এটা নির্ভর করছে, ঐ বোতলটা কোন প্লাস্টিক দিয়ে তৈরি তার ওপর।
যদি ঐ বোতলের প্লাস্টিকটা হয় পলিইথিলিন টেরাফথ্যালেট, তবে ঐ বোতলটা পানি রাখার কাজে একবারের বেশি ব্যবহার করা ঠিক নয়। যদি, ঐ বোতলের প্লাস্টিকটা হয় হাই ডেনসিটি পলিইথিলিন বা লো ডেনসিটি পলিইথিলিন বা পলিপ্রপিলিন, তাহলে ঐ বোতলে পানি পান করা অনেকটা নিরাপদ।
অন্যান্য প্লাস্টিকের তৈরি বোতলে পানি পান করা রীতিমতো ক্ষতিকারক হতে পারে। তবে অনিরাপদ প্লাস্টিকের ক্ষতিগুলো চট করে বোঝা যায় না, বোঝা যায় অনেক দিন পর। অনেকটা স্লো পয়জনিং-এর মতো। ক্ষতি কিন্তু কম হয় না, এমনকি ক্যানসার হওয়ার ঝুঁকিও থাকে।
এখন কথা হচ্ছে, একটা বোতলের প্লাস্টিকের পরিচয় আপনি বুঝবেন কী করে? প্লাস্টিক বোতলের গায়ে যে আরআইসি চিহ্ন থাকে, সেটা দেখেই আপনি ঐ প্লাস্টিকের পরিচয়টা উদ্ধার করতে পারবেন। এবং সেই মতো সতর্ক হতে পারবেন।