অক্সিটোসিন এমন একটি হরমোন যা আমাদের স্মৃতি,বিশ্বাস,সহানুভূতি, বন্ধনের মত আবেগময় মানসিক প্রতিক্রিয়া এবং সামাজিক-সমর্থক আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের সঙ্গে কোনো মানুষের শারীরিক কিংবা সামাজিক সংযোগের ফলে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে উৎপাদিত হয়। যখনই আমরা আমাদের পছন্দের কাউকে দেখি কিংবা তার কথা মনে করি এই হরমোন আমাদের মস্তিষ্কে আবেগেময় অনুভূতি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে।
সিনেমা/মুভিতে বেদনাদায়ক দৃশ্য দেখলে আমাদের মস্তিষ্কে সেই একই ভাবে অক্সিটোসিন হরমোন উদ্দীপিত হয়। ফলে আমরা সল্প সময়ের জন্যে আবেগময় হয়ে উঠি।
সোর্স: psy.com