Mobin Sikder-
ভর আসলে কোনদিকে ক্রিয়া করছে সেটা ফ্যাক্ট, সাথে সাইকোলজির দিকটা দেখা লাগবে।
যখন জেগে থাকে তখন পুরো শরীরের ভর আপনার শরীরে এক জায়গায় পুঞ্জিভূত থাকে না, ও নড়াচড়া করে, ভরের তারতম্য হয়। আপনিও কিছুক্ষণ পরপর স্থান চেঞ্জ করেন।
সাথে সাইকোলজি - আপনার ভালোলাগা, ওজনের দিকে আসলে খেয়ালই থাকে না।
যখন ঘুমায় তখন আপনি কিন্তু স্থান পরিবর্তন করছেন না, প্রেসারটা ঠিক একজায়গায় পুঞ্জিভূত থাকছে।
যেমন আপনার দুইহাত প্রসারিত করে ৫ মিনিট একভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না৷
কিন্তু এমনিতেই কিন্তু হাত সাথেই রয়েছে কোন সমস্যা হচ্ছে না।