কোন বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে।ওজন W=mg
m=বস্তুুর ভর
g=অভিকর্ষ ত্বরণ [স্থান,ব্যাসার্ধ ইত্যাদি সাপেক্ষে পরিবর্তনশীল]
কোনো ফাঁপা বা নিরেট নয় এমন বস্তুর ৯৯% ভিতরে ফাঁকা থাকলে অভিকর্ষ ত্বরণ (g) ক্রিয়ার ফলে ৯.৪ ms^-2 দ্বারা গুন হয় ফলে ওজন 9.8 গুণ বৃদ্ধি পায়।
মনে করি, ১ একক ভর বিশিষ্ট কোন বস্তুুর ওপর ৯.৪ ms^-2 অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করলে সেই বস্ বস্তুর ওজন ৯.৪ N(নিউটন)।
সূত্রনুসারে,
W=mg
=1×9.8=9.8 N
এভাবেই ওজন বৃদ্ধি পায়।ধন্যবাদ
লেখকঃএপিজে আতিকুর রহমান
পদার্থবিজ্ঞান বিভাগ।