দেহের অত্যাবশ্যক কোষগুলোর মৃত্যু হলেই মানুষ মারা যায়। আর কোষের মৃত্যুর প্রধান কারণ অক্সিজেনের অভাব। কোনো কারণে শ্বাসপ্রশ্বাস বা হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলেই এই অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবে ব্রেইন সেল সবার আগে ক্ষতিগ্রস্ত হয়। ব্রেইন সেল মারা গেলে দেহের অন্যান্য অঙ্গের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আর তখনই আমরা কাউকে মৃত বলে ঘোষণা করি। অক্সিজেনের অভাব ছাড়াও ভাইরাস/ব্যাকটেরিয়ার আক্রমণ, টক্সিকেশন (বিষক্রিয়া), ডিহাইড্রেশন (পানির অভাব), হাইপোথার্মিয়া (অতিরিক্ত ঠাণ্ডা) ইত্যাদি কারণে কোষের মৃত্যু হতে পারে।
Bissoy