মানুষের শরীরের কোথায় চুল রয়েছে তার উপর নির্ভর করে, অ্যানাজেন ফেজটি(anagen phase) ব্যাপকভাবে পরিবর্তিত হয়। চোখের পাতার ক্ষেত্রে প্রায় ৩০দিন এবং মাথার চুলের ক্ষেত্রে গড়ে ৬বছর পর্যন্ত। অ্যানাজেন ফেজে চুল যত বেশি থাকে, তত বেশি সময় বাড়তে পারে। যেহেতু পাপড়ি এবং ভ্রুতে মাথার চুলের তুলনায় অ্যানাজেন ফেজ স্বল্প সময়ের জন্য থাকে, সেহেতু সেগুলো বড় হওয়ার আগেই ঝরে যায়। মাথার ত্বকের ফলিকলগুলো শরীরের অন্যান্য অংশের থেকে আলাদা, কারণ তারা পুনর্ব্যবহৃত প্রোটিন বা অতিরিক্ত প্রোটিন ব্যবহার করে তাই মাথার চুল অল্প সময় অধিক বৃদ্ধি পায়।
মানুষের জিন অনুসারে তার চুলের বৃদ্ধি, ঘনত্ব ও অন্যান্য বৈশিষ্ট্য গুলো ব্যাক্তি ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে দীর্ঘ সময়ের অ্যানাজেন পর্যায়ে থাকে, যার ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিকভাবে লম্বা চুল গজায়।
সোর্স: tutorial.point