Nishat Tasnim-
Spittlebug ও Friper নামক পোকার নিম্ফ বা বাচ্চাগুলো গুলো উদ্ভিদের সবুজ কচি পাতায় ও কান্ডে বসে এদের মলদ্বার থেকে একধরনের তরল ও বায়ু নিষ্কাশন করে। এই তরল ও বায়ু থেকে সাবানের ফেনার মত দেখতে ফেনা উৎপন্ন হয়। এই ফেনার মধ্যে নিম্ফগুলি নিজেদের লুকিয়ে রাখে যেন নিশাচর পাখি বা অন্য প্রাণীদের দৃষ্টিগোচর না হয়। সূর্য উঠার আগেই নিম্ফগুলো পাতায় ফেনার স্তরের ভিতর লুকিয়ে যায়। আবার, অন্ধকার নামলে বের হয়ে একই কাজ শুরু করে। এক পর্যায়ে পাতার টিস্যু খেয়ে একটু পরিপক্ক অবস্থায় গেলে নিজেরা অন্যত্র নিরাপদ স্থানে সরে যায়।
©নিশাত তাসনিম || সাইন্স বী