Nishat Tasnim-
আমের পাতায় গল মাছির আক্রমণে এমন হয়।
লক্ষণঃ
আমের কচি পাতায় গল মাছি পোকা আক্রমণের কারনে পাতায় গল তৈরি হয়। অনেক সময় আক্রান্ত পাতা শুকিয়ে মারা যায়।
প্রতিকারঃ
(১) গাছ থেকে আক্রান্ত পাতা অপসারণ করতে হবে
(২) গাছে নতুন পাতা আসলে ফেনিট্রিথিয়ন ২ মিলি/ লি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
পরবর্তীতে করণীয়ঃ
(১) আপনার আম গাছ অথবা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন
(২) ফল সংগ্রহ শেষ হওয়ার সাথে সাথে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা এবং অতি ঘন ডালপালা ছাটাই করতে হবে।
(৩) আপনার গাছ অথবা বাগান পরিষ্কার করার পর যে কোন একটি ছত্রাকনাশক এবং কীটনাশক দ্বারা গাছ ভালভাবে স্প্রে করে দিন।
(৪) নিয়মিত গাছ অথবা বাগান পরিদর্শন করুন।
তথ্যসূত্রঃ কৃষকের জানালা