যখন যথেষ্ট তাপ থাকে তখনই অক্সিজেন আর জ্বালানীর বিক্রিয়ায় তৈরি হয় কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য নানা গ্যাস। সাথে সাথে জ্বালানীর ভেতরের সঞ্চিত শক্তি বের হয়ে আসে আলো আর তাপ হয়ে। আর আমরা দেখি আগুন। এই তাপে কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য যেসব গ্যাস তৈরি হয় তারা উত্তপ্ত হয়। আমরা জানি বাতাস গরম হলে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে । ঘনত্ব কমে যাওয়ার কারণে গ্যাস হালকা হয়ে যায় এবং উপরের ঠাণ্ডা বাতাস ভারী হওয়ার কারণে নিচের দিকে নামতে থাকে এবং গরম বাতাসকে উপরের দিকে তুলে দেয় । এই ঠাণ্ডা ও গরম বাতাসের অবিরাম প্রবাহের ফলে আগুনের শিখা মাঝে মাঝে কেঁপে ওঠে বা দপদপ করে । তাই বলা যায় অভিকর্ষজ বল এবং প্লবতার জন্য আগুনের শিখা সবসময় উপরের দিকেই ওঠে ।
শান্তনু নস্কর,