আগুন জ্বালাতে তিনটি উপাদানের প্রয়োজন হয়। এগুলো হলো : ১.তাপ ২.অক্সিজেন ও ৩. জ্বালানি। এই তিনটির একটিও অনুপস্থিত থাকলে আগুন জ্বলবে না।
কোথাও আগুন জ্বালানো হলে যখন এই তিনটি উপাদানের একটি শেষ হবে তখন আগুন নিভে যাবে।আবার আগুনে জোরে বাতাস দিলেও আগুন নিভে যাবে।স্যাঁতসেঁতে জায়গায় আগুন জ্বলবে না।