Jaedul Tawsun-
দেশলায় কাঠি দিয়ে দেশলায় বক্সের পাশের অংশ টা ঘষা দিলেই ধপ করে আগুন জ্বলে উঠে।
বেশ কিছু পদার্থে মোড়া থাকে দেশলায় কাঠির (লাল) মাথা। আগুন জ্বলার পিছনে এর অবদান আছে অবশ্যই তবে আসল কারসাজি টা থাকে বক্সে (সাইডে)।
বক্সের দুইপাশে কালোমতন(মূলত লাল) অংশটিতে মূলত থাকে ফসফরাস আরো থাকে অসচ্ছ অমসৃণ কাচের মিশ্রণ(হাত দিলে বোঝা যায়, খসখসে)। এর উপরে কাঠি দিয়ে ঘষা দিলে তাপ উৎপন্ন হয়। তখন ফসফরাস(লাল) তাপ ও বাতাসের সংস্পর্শে এসে ফসফরাস(সাদা) এ পরিণত হয় যা নিজে নিজে বিস্ফোরীত হয়। ফলে স্ফুলীঙ্গ উৎপন্ন হয় এবং আগুন জ্বলে ওঠে।
আবার কাঠির মাথায় থাকে অসচ্ছ অমসৃণ কাচ, সালফার ও পটাসিযাম ক্লোরেট (KCLO3) এর মিশ্রণ। স্ফুলীঙ্গ তৈরি হওয়ার পরে পটাসিযাম ক্লোরেট (KCLO3) ভেঙে অক্সিজেন (O2) উৎপন্ন হয়। এবার নিশ্চয় সবাই বুঝে গেছেন........ এখন ঘটতে চলেছে পৃথিবীর সবথেকে কমন বিক্রিয়ার একটা
অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে ও সালফার নিজে জ্বলে আর আলো উৎপন্ন হয়। উপসংহারে দেশলায় কাঠি জ্বালানি কিন্তু আসল কারিকুটি দেশলায়বক্স মহাশয়ের।