হ্যাঁ, সাগরের মাঝেও আগুন জ্বালানো সম্ভব।পানির তড়িৎ বিশ্লেষণ বা ইলোক্ট্রোলাইসিসের মাধ্যমে এটা করা সম্ভব।পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পানির অণুকে ভেঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি করা সম্ভব।
আর হাইড্রোজেনের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজে নিজে জ্বলতে পারে।আর অক্সিজেনের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে।তাহলে এই দুই গ্যাসের যদি বিক্রিয়া ঘটানো যায় বা যদি একসাথে করা হয় তাহলে আগুন লেগে এক বড় রকমের বিস্ফোরণ ঘটতে পারে।
তাই সাগরেও যদি কোনোভাবে এই দুই গ্যাসকে একত্রিত করা যায়, তাহলে সেখানেও আগুন ধরতে পারে।
এছাড়া আমাদের পবিত্র কুরআনেও এই সম্পর্কে বলা রয়েছে। আরও জানতে চাইলে বিস্তারিত নিচের লিংকে-
http://quranscientificexplain.blogspot.com/2017/12/blog-post_30.html