“এলবো প্যাচ” ফ্যাশন ট্রেন্ড হওয়ার আগে এর আবির্ভাব ঘটে মূলত সামরিক পোশাকে। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের নজর এড়িয়ে এগিয়ে যাওয়ার অন্যতম কৌশলহামাগুড়ি দেয়া। এর ফলে কনুইয়ের কাপড় ছিঁড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে।এজন্য কনুইয়ে অতিরিক্ত কাপড় তালি লাগিয়ে দেয়ার প্রচলন শুরু হয়।
পরবর্তীতে ’৫০ এর দশকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা এই ধারণা ফ্যাশনের জগতে নিয়ে আনে।