সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীর গান, নাচ যাই হোক না কেন শিল্পীর উপস্থাপনার শেষে দর্শকরা হাত-তালি দেয়। অনুষ্ঠানের পরে যদি বেশী তালি না পড়ে তবে শিল্পী মন খারাপ করে ভাবেন যে দর্শকরা মনে হয় তেমন পছন্দ করেনি। আবার বেশী তালি পড়লে আমরা ভালি দর্শকরা বুঝি অনুষ্ঠানটি বেশী পছন্দ করেছেন। পত্রিকাতে পড়ি- “অনুষ্ঠানটি এত ভালো হয়েছে যে জনতার মুহুর্মুহু তালি পড়েছে”।
কিন্তু অনুষ্ঠান ভালো হলেই কি বেশী তালি পড়ে? বিজ্ঞানীরা আমাদের এই স্বাভাবিক ধারণাটিকে বদলে দিচ্ছেন। সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ের(Uppsala University) গবেষকর রিচার্ড ম্যান (Richard Mann) বলছেন যে তালির সাথে অনুষ্ঠানের গুনগত মানের কোন সম্পর্ক নেই বরং আপনার চারপাশে সবাই দিচ্ছে কিনা তার উপর নির্ভর করে। আপনার চারপাশের সবাই যদি তালি দেয় তা আপনার উপর একটি সামাজিক চাপ সৃষ্টি করবে এবং আপনি তালি দিবেন। কেউ যদি তালি না দেয় অনুষ্ঠান অনেক ভালো হলেও আপনি কিন্তু তালি দিবেননা। বিজ্ঞানীরা বলছেন তালি অনেকটা সংক্রামন রোগের মত এটি ছড়িয়ে পড়ে।