এস্কিমোরা ক্রমশ ঠান্ডার সাথে লড়াই করে কিছুটা সহ্যশক্তি বৃদ্ধি করেছে তাছাড়া তাদের খাদ্যাভ্যাশ ঠান্ডার সাথে লড়াই করার শক্তি জোগায় তারা অনেক পরিমান মাংশ সিল মাছের তেল ও সি ফুড খায় যার কারণে অনেক ক্যালরি পায় এবং তাদের মেটাবোলিজম রেট ও সাধারনের তুলনায় বেশি যেটা শরীর গরম রাখতে সাহায্য করে এছাড়া ঠান্ডার সাথে লড়াই এর জন্য তাদের নিজেদের বিভিন্ন স্কিলতো আছেই যেমন ধরুন ইগলু তৈরি মোটা লোমোশ পোষাক পরা ইত্যাদি ।