Nishat Tasnim-
তেলাপোকা omnivores প্রকৃতির হয়। অর্থাৎ, এরা একই সাথে ঘাস-পাতা ও মাংস খেতে পারে। তেলাপোকাদের জীবিত ও মৃত উভয় প্রাণীর মাংস ভক্ষণ এর রেকর্ড আছে। তবে মানুষের আঙুল, পা, নখে তাদের কামড় দেওয়ার প্রবণতা খুবই কম। অনেক সময় তেলাপোকাকে মানুষের মৃত ত্বক, চামড়া, মাথার চুল, নখ খেতে দেখা যায়। মানুষের ত্বক, চামড়া, মাথার চুল, নখ তেলাপোকার জন্য পুষ্টিকর খাবার ও প্রোটিনের উৎস। এই কারণে তাদের অনেক সময় হাতে পায়ের তালুর চামড়া ও মাথার চুল খেতে দেখা যায়।