Nishat Tasnim-
তেলাপোকা সর্বভুক প্রাণী। এরা সাবান, আঠা, কাগজ, চামড়া, চুল, পেস্ট ইত্যাদি খেতে পারে। তেলাপোকার সেলুলোজ হজমের ক্ষমতা আছে তাই তারা প্রায় সব ধরনের কাগজ খেয়ে ফেলে। তেলাপোকার এমন অদ্ভুত খাবার খাওয়ার কারণ হচ্ছে এদের পেটে অবস্থিত এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া তেলাপোকাকে অদ্ভুত সব খাবার হজমে সহায়তা করে এবং সেইসব খাবার থেকে পুষ্টি পেতে সাহায্য করে। মূলত এই ব্যাকটেরিয়া তেলাপোকা কে হোস্ট হিসেবে ব্যবহার করে। তেলাপোকার পেটে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া হলো: E. coli, বেশ কিছু প্রজাতির Salmonella এবং Staphylcoccous, Pseudomonas aeruginosa এবং Klebsiella pneumoniae