Nishat Tasnim
আম= Mangifera indica এবং মৌমাছি=Apis indica দুটোর প্রজাতিই indica। ল্যাটিন indica শব্দের অর্থ হলো india। Mangifera indica এবং Apis indica দুটোই ভারতে প্রথম পাওয়া যায়। তাই এদের প্রজাতি নাম একই। সাধারণত প্রজাতির নাম অনেক কিছুর উপর ভিত্তি করে রাখা হয়, তাই অনেক সময় প্রাণী ও ফলের প্রজাতির নাম একই হয়ে যায়। মূলত প্রাপ্তিস্থান এর উপর ভিত্তি করেই প্রজাতির নাম দেওয়া হয়।