দ্বি-পদ নামকরণের ক্ষেত্রে শুধুমাত্র আম এবং মৌমাছি-ই নয় অন্যান্য প্রাণী এবং উদ্ভিদেরও species মিলে যেতে পারে। স্পেসিস মিলে গেলে এরকম ভাবার কারণ নেই যে তাদের মধ্যে সকল বৈশিষ্ট্যে সাদৃশ্য থাকবে। এই ক্ষেত্রে প্রথম অংশ অর্থাৎ Genus গুরুত্বপূর্ণ ও অনন্য বৈশিষ্ট্য বহন করে এবং একদম মিল না থাকলে এই অংশ কখনও এক হয়না। যেখানে species ক্ষেত্রবিশেষে খুবই সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন: কখনও এর মাধ্যমে কোনো জীবের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আকার, রং প্রকাশ করা হয়। আবার, যেই স্থানে প্রথম আবিষ্কার করা হয়েছিলো সেটার নামও কখনো species এ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে কোনো বিজ্ঞানী কে সম্মানার্থে তাঁর নাম species এ যুক্ত করা হয়, ইত্যাদি।
তেমনি, Mangifera indica এবং Epis indica উভয়ের ক্ষেত্রে 'indica' এর মাধ্যমে বোঝানো হচ্ছে এগুলোর উৎপত্তি ভারতে। ভারতের গ্রীক এবং ল্যাটিন নাম হলো indica এজন্যই এদের উৎপত্তিস্থল/ প্রথম পাওয়া গেছে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে।
সুমাইয়া রিফা (সায়েন্স বী)
আরো বিস্তারিত-
১.
https://tomclothier.hort.net/page36.html
২.
https://en.m.wikipedia.org/wiki/Indica