এই প্রক্রিয়াকে বলা হয় ক্রায়োপ্রিজার্ভেশন।এটি বর্তমানে চলমান গবেষণার একটি প্রক্রিয়া।এখনো পর্যন্ত এর তেমন কোন ফলাফল পাওয়া যায়নি।এই প্রক্রিয়ায় মানুষের দেহ অথবা মস্তিষ্ক তরল নাইট্রোজেনে(আনুমানিক -১৯৬° তাপমাত্রায়)জমিয়ে রাখা হয়।আমাদের দেহের কোষে প্রচুর তরল পদার্থ থাকে যা জমাট বাধলে অবশ্যই বরফে পরিণত হবে, আর যেহেতু বরফ পানির তুলনায় বেশি জায়গা নেয় তাই জমাট বাধার পর দেহের কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে,তাই কিছু পদার্থ ব্যাবহার করা হয় যেন কোষের অভ্যন্তরীণ জমাট বরফের আকার ছোট থাকে।এভাবে একটি হিউম্যান বডি তরল নাইট্রোজেনে মৃত্যুর পর জমিয়ে রাখা হয় এই আশায় যে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই দেহটি পুনরায় চালু করা যাবে এবং ন্যানোটেকনোলজির সাহায্যে এত বছর জমাট অবস্থায় থাকা শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে সারিয়ে তোলা যাবে।এবং যদি কেউ কোন রোগে মারা যায় তাহলে ভবিষ্যতে সেই রোগের যখন চিকিৎসা বের হবে তাকে সেই রোগ থেকে সারিয়ে তোলা হবে।এতে সেই ব্যাক্তি পুনরায় বেচে উঠবে। এই পদ্ধতিতে সমস্ত দেহের বদলে অনেক সময় শুধু মস্তিষ্ক কে সুরক্ষিত করা হয়।কারণ যদি ভবিষ্যতে তার মস্তিষ্ককে পুনরুজ্জিবীত করা যায় তবুও জীবন ফিরে পাবে।এই পদ্ধতির আইডিয়া প্রথম আসে ১৯৬৭ সালের দিকে।বর্তমানে কেউ সমস্ত দেহ ক্রায়োপ্রিজার্ভ করতে চাইলে খরচ লাগবে ২ লাখ $ ডলার,আর শুধু মস্তিষ্ক সংরক্ষণ করতে চাইলে লাগবে প্রায় ৮০,০০০ ডলার।(পরিমাণ পরিবর্তনশীল)।কিছু কম্পানি (সবচেয়ে বড় Alcor Life Extension Foundation ) এটা করে থাকে,এতে বেশিরভাগ মানুষ এর সমালোচনাই করে এবং বলে কোম্পানিগুলো শুধু টাকা কামানোর ধান্দায় এটা করছে।যেহেতু বর্তমান বিজ্ঞানেও এখনো এর সমর্থন দেয়নি।কিছু বছর আগে ক্যালিফোর্নিয়ার একদল গবেষক দাবি করেছিল তারা একটি খরগোশ এর কিডনি এই প্রক্রিয়ায় সংরক্ষণ করে রেখেছিল এবং পরবর্তীতে তা আবার খরগোশের দেহে লাগালে কাজ ও করে।এছাড়াও মানুষের অর্গান ট্রান্সপ্লান্টের সময় অনেক ক্ষেত্রে অর্গানটি নির্দিষ্ট তাপমাত্রায় জমিয়ে রেখে যথাসময়ে ব্যাবহার করা হয় যেন নস্ট না হয়ে যায়।এই ব্যাপারগুলো ক্রায়োপ্রিজার্ভ এর আশাটা বারিয়ে দেয়।কিন্তু একটি খরগোশ এর কিডনির থেকে অনেক অনেক গুন বেশি জটিল আমাদের মস্তিষ্ক, পুরো শরীর ত ভাবনার বাইরে জটিল।তাই মস্তিষ্ক বা পুরো দেহ সংরক্ষণ করা খুবই কঠিন বা বর্তমান বিজ্ঞানে অসম্ভব। কোন ভাবে জমিয়ে রাখা গেলেও পরে পুনরায় চালু করা আরও বেশি কঠিন, কারণ প্রায় প্রতিটি কোষকেই নিরাময় করতে হবে,এতে দরকার পরবে এতোটাই উন্নত ন্যানোটেকনোলজি যা এখন চিন্তার বাইরে।হয়ত ভবিষ্যতে এই প্রযুক্তিগুলো থাকবে যার মাধ্যমে জমে থাকা শরীর বা মস্তিষ্ক পুনরায় নিরাময় করে চালু করা যাবে।এই আশাতেই ১৪৯ জন মানুষ তাদের দেহ/মস্তিষ্ক ক্রায়োপ্রিজার্ভড করে রেখেছে। ©Warman Hasbi