মানুষের মস্তিষ্ক স্বাভাবিক নিয়মের প্রতি অভ্যস্ত। মস্তিষ্কের প্রতিটা নিউরণ সেল এ আমাদের কাছে আপাত দৃষ্টিতে স্বাভাবিক বিষয়গুলো সু-সজ্জিত থাকে। এগুলো সাইজ, আকৃতি, রং, প্রকৃতি, অবস্থান, সময় অন্তরালে সু-সামঞ্জস্যপূর্ণ থাকে। এক কথায় এদেরকে আপনি বেসিক বিষয় বলতে পারেন। যখন আপনি আপনার মস্তিষ্কের সাজানো নিয়মের ব্যাতিক্রমটি দেখতে পান তখন আপনার মস্তিষ্কে ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সাধারণ বর্ণনায় ভয় এই ক্রিয়া-প্রতিক্রিয়ারই অংশ। ভয়ের সৃষ্টি হয় মূলত আপনার অবচেতন মন থেকে। তাই মস্তিষ্কের এ প্রতিক্রিয়া একটি আবেগ।