আমরা সিনেমা দেখার সময় নিজেদের অবচেতন মনে নিজেদের ভৌতিক অভিজ্ঞতা কিংবা কারো মুখে শোনা কাহিনীগুলোকে রিলেট করতে থাকি। তবে, ব্যাপারটা এমন না, যে সিনেমা দেখা আর রিলেট করা- দুটোই একসাথে করছেন আপনি। আপনার অবচেতন মনে গেঁথে আছে সেই বাস্তব ঘটনা বা শোনা কাহিনীটা। সেটার উপরেই এই সিনেমাটা প্রভাব ফেলছে।
এর জন্যই অনেকে রাতের বেলা ভৌতিক সিনেমা দেখতে ভয় পান।