ভয় পেলে বা অসুখ করলে বা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হলেই , ব্রেন খবর পাঠিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সজাগ করে তৈরি থাকতে। এই সতর্ক থাকার জন্য সেই সব কোষে অক্সিজেন ও অন্য রসায়ানিক প্রয়োজন, তাই এর বাহিকা রক্ত চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পৌঁছে দিতে। এই সক্রিয়তার জন্য যে ঘর্ষণ হয় রক্ত ও শিরা উপশিরার দেওয়ালে তাতে যে উষ্ণতা উৎপন্ন হয় তাতে জ্বর হয়।
©সব্যসাচী