Nishat Tasnim
মানুষের রক্তের বেশিরভাগ জুড়ে আছে লবণ ও পানি। এই লবণ-পানিই শরীরের কোষগুলোতে সতেজ রাখে। প্রকৃতপক্ষে শরীরের ওজনের ৭০ ভাগই পানি। আবার রক্তে আছে ৯০ ভাগ পানি। এ পানি সবসময় একই মাত্রায় থাকতে হয়। কিন্তু ভয় পাওয়া বা অন্য কোনো কারণে ঘেমে গেলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তখন রক্তে প্রয়োজনীয় পানির অভাব হয়, ফলে কোষগুলোও পানিস্বল্পতায় ভোগে। এই পানি স্বল্পতার কারণেই ত্বক কুঁচকে যায়, ক্লান্তি আসে, ঘুম ঘুম লাগে একই সঙ্গে গলাও শুকিয়ে যায়।
ভয় পাই বা বিপদে পড়ি, যাই হোক-না কেন, শরীরের প্রথম কাজই হলো নিজেকে বাঁচানো। যেই ভয় পাই তখনি আত্মরক্ষার জন্যে দেহের ভেতরের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ খুব সক্রিয় হয়ে ওঠে। বেশি সক্রিয় হওয়ার জন্য অতিরিক্ত রক্তের দরকার। আর এই অতিরিক্ত রক্ত ছুটে আসে শরীরের প্রান্ত ভাগ থেকে। মুখ থেকেও রক্ত চলে আসে। তাই ফ্যাকাশে দেখায় মুখ। গা, হাত, পা-ও ঠান্ডা হয়ে আসে।