Nishat Tasnim
বৈজ্ঞানিক যে ব্যাখ্যা টা দেওয়া যায় সেটা হচ্ছে মস্তিষ্কে কোনো তথ্য সংরক্ষণ ও তার অবিকৃত প্রয়োগ। মানুষের মস্তিষ্ক অনেক উন্নত এবং যেকোনো কাজে পারদর্শী। কিন্তু এটার একটা মজার দিক হচ্ছে মানব সন্তান যখন কোনো কিছু প্রথমবার বুঝতে শিখে তখন তাকে যা বলা হয় তা মস্তিষ্কে সংরক্ষিত হয় এবং ব্যক্তি যদি তা পরিণত হবার পর পরিবর্তন করার চেষ্টা না করে তাহলে তা আজীবন অবিকৃত অবস্থায় থেকে যায় এবং ওই কাজ মানুষ আজীবন তার পূর্বপুরুষের বলা কথা অনুযায়ি করে থাকে। ভয় পেলে বুকে থুথু দেওয়ার ব্যপারটাও এমনই। যখন বুঝতে শিখি আমরা এবং ভয় পাই তখন মস্তিষ্কের বৃদ্ধি পর্যায়ে আমাদের পিতা-মাতা এই তথ্য ঢুকিয়ে দেয় যে,"ভয় পেলে বুকে থুথু দিবা তাহলে ভয় চলে যাবে।" এবং মস্তিষ্ক তার বৃদ্ধি পর্যায়ে পাওয়া এই তথ্য সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সংরক্ষণ করে। পরিণত হওয়ার পর আমরা যদি এই চর্চা না করি যে এটার কোনো ভিত্তি নেই তাহলে আমরা আজীবন এই তথ্য মেনেই চলবো। একে বলে প্লাসিবো ইফেক্ট!
©রাফি