নিশাত তাসনিম-
যে ডিমে কোনো কুসুম থাকেনা তাকে বলা হয় "Wind Egg" বা "Fairy Egg" বা কক এর ডিম। এমন হতে পারে যে ডিমটা যে মুরগি দিয়েছে এটা তার প্রথম ডিম বা হয়তো মুরগি টা বয়ষ্ক। রিপ্রোডাক্টিভ টিস্যু ভেঙে গেলে এমন হতে পারে। এটা খুবই স্বাভাবিক। এই ধরনের ডিম সাধারণত ছোট আকৃতির হয়।
এসব ডিম খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না।