শূন্যের একটা ধর্ম হচ্ছে শূন্য ধর্ম। মানে হচ্ছে শুন্য দ্বারা গুন করলে শূন্য হবে। ভাগ করলে শূন্য হবে।
জিরো যেহেতু রিয়েল নাম্বার তাই রুট করা সম্ভব। জিরো পজিটিভ নাম্বারও না আবার নেগেটিভ নাম্বারও না। এটাকে নন নেগেটিভ নাম্বার বলা হয়।
আচ্ছা, 0 x 0 = 0² = 0
এখানে জিরো'র উপরে পাওয়ার টু। তাও এনসার ইজ জিরো।
এখন দেখি তো, 0½ x 0½ = 0
আচ্ছা পাওয়ার আরো কমাই, 0¼ x 0¼ = 0½ = √0 =0
এছাড়াও আরো‌ অনেক ভাবে দেখানো যায়। বোঝার সুবিধার্থে এভাবে দেখালাম। ধন্যবাদ।