আয়না আপনার থেকে ঠিক যতখানি দূরে থাকে, আপনার প্রতিবিম্ব বা ভেতরের ছায়াটাকেও ঠিক ততটাই দূরে দেখায়। আপনি যখন সোজা আয়নার দিকে এগিয়ে যান, আপনার প্রতিবিম্বও সোজা আপনার দিকেই এগিয়ে আসে। একারণে, আপনার ঠোঁট এবং প্রতিবিম্বের ঠোঁট সবসময় একই সরলরেখায় থাকে এবং আয়নার পৃষ্ঠে এসে মিলে যায়। যখনই আপনি আপনার প্রতিবিম্বের গাল বা কপালে চুমু খেতে যান, তখন আপনাকে মাথাটা একটু বাঁকাতে হয়। আর ঠিক তখনই আপনার প্রতিবিম্বও আপনার মতো করেই মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়! ফলে, আপনি যেই মুহূর্তে আপনার ঠোঁট দিয়ে প্রতিবিম্বের গাল স্পর্শ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আপনার প্রতিবিম্বের গালটাও একইসাথে সরে যায়। তাই ঠোঁট ছাড়া নিজের প্রতিবিম্বের আর কোথাও চুমু খাওয়া প্রায় অসম্ভব।