আস্ত আয়না নিরবিচ্ছিন্ন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। যখন তা ভেঙ্গে টূকরো টূকরো হয় তখন আলো অভিন্ন পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়না, ভিন্ন ভিন্ন কোণ ও প্রত্যেকটা স্বতন্ত্র পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। ফলে আমরা প্রত্যেকটা পৃষ্ঠেই তাদের স্বতন্ত্র প্রতিফলন দেখতে পাই। এমনকি ভাঙ্গা অংশগুলো একসাথে করে জোড়া দিলেও কাজ হয়না কেননা আলোর প্রতিফলন পথ ভিন্ন হয়ে যাচ্ছে।
তবে হ্যা, অবশ্যই সেখানে প্রতিফলনক্ষেত্র ছোট হয়ে আসে। একটা বড় আয়নার যে দূরত্ব থেকে আপনি যতখানি প্রতিফলিত অংশ দেখতে পাবেন, সেই আয়নার অনেকগুলো ভাঙ্গা অংশ একই দূরত্বে থাকলে প্রতিটা অংশ নিশ্চই সমপরিমাণ প্রতিফলনক্ষেত্রের হবেনা।
Shahed Raiyan