অনেকে মনে করেন মেঘে মেঘে ধাক্কা লেগে আওয়াজ হয় এটা ভুল । মেঘের গঠন এমন যে ধাক্কা লাগা সম্ভব নয় । বিদ্যুৎ চমকালে যে উজ্জ্বল রেখা দেখা যায় সেখানকার তাপমাত্রা খুব দ্রুত ২৯,৭২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় । প্রচণ্ড তাপে আশেপাশে বাতাস তীব্র বেগে প্রসারিত হয় এবং শকওয়েভ বা আঘাত তরঙ্গ উৎপন্ন করে । আঘাত তরঙ্গের গতি বাতাসের বেগকে ছাড়িয়ে গেলে এই শব্দ হয় ।
- রাশিক আজমাইন