রাশিক আজমাইন-
সাধারণ সাদা মেঘ হালকা আর পুরুত্ব কম তাই ফাঁক ফোকর দিয়ে আলো চলে আসে ৷ নীরদ মেঘ মানে যে মেঘ থেকে বৃষ্টি হয় তাতে অনেক জলবিন্দু কেলাসিত হয়ে জমা হয় ফলে মেঘের পুরুত্ব হয় অনেক বেশি ৷ এই ঘন মেঘ থেকে অধিকাংশ আলো প্রতিফলিত হয়ে যাবে ৷ তাই আলো ভেদ করতে পারে না ৷ এই কারণে নীরদ মেঘ কালচে দেখায় ৷ আর আলো ভেদ করার ক্ষমতা না থাকায় একে অস্বচ্ছ বস্তু বলে ৷