মুখ বা চোখের নিচে ফোলা মানে আপনার ত্বকের নিচে পানি জমেছে। খুব সাধারণ কিছু কারণেও এটা হতে পারে। যেমন অ্যালার্জি, সর্দিতে মুখের ও চোখের নিচের শিরা-উপশিরা প্রসারিত হয়, নানা রকম রাসায়নিক নিঃসৃত হয়—যার কারণে ফোলা দেখায়। অনেক সময় ঘুম না হলে বা অনেক বেশি সময় ধরে ঘুমালে বা দীর্ঘ যাত্রার পর মুখ ফুলতে পারে।