মুখ তৈলাক্ত হওয়ার কারণ--
বংশগত: বংশগত কারণে ত্বক তেলতেলে হতে পারে।
বয়ঃসন্ধি: বয়ঃসন্ধি কালে বিভিন্ন হরমোনের বদলের ফলে ত্বক তেলতেলে হয় ও ব্রণ হতে পারে।
ঋতুচক্র: ঋতুকালে মহিলাদের ত্বকে নানা সমস্যা দেখা যায়।
ঘাম: বেশি ঘাম হলে ত্বকে তেলতেলে ভাব দেখা যায়।
জন্ম নিরোধক: অনেক মহিলা জন্ম নিরোধক ওষুধ ব্যবহারকালে ত্বকের নানা সমস্যায় ভোগেন।
খারাপ জীবনশৈলী: নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যের অভাবেও ত্বকে নানা সমস্যা হয়।
পানি কম পান করা: পর্যাপ্ত পরিমাণ পানি না খেলেও ত্বক অপরিস্কার ও দাগ ছোপ দেখা যায়।