ত্বক তেলতেলে হয় কারণ ত্বকের প্রাকৃতিক তেল (সিবাম গ্রন্থি) অতিরিক্ত তেল তৈরি করে। তেলতেলে হওয়ার কারণের মধ্যে আছে: হরমোন পরিবর্তন, বংশগত কারণ, অতিরিক্ত ফেসওয়াশ, ভাজাপোড়া খাওয়া, গরম আবহাওয়া। হালকা ফেসওয়াশ ব্যবহার, কম তেলযুক্ত খাবার খাওয়া, বেশি পানি পান, তেলমুক্ত ক্রিম ব্যবহারে উপকার পাবেন।