চাঁদের সাথে আমাদের পরিচয় ছেলেবেলা থেকেই। তারপর শুনেছি চাঁদের না কি কলঙ্ক আছে। কিন্তু চাঁদের কলঙ্ক কি জিনিস বা এই কলঙ্ক দ্বারা কি বোঝানো হয় তা কি জানি?
আসলে চাঁদের গায়ে বেশ বড় বড় গর্ত আছে। সূর্যের আলো সেই গর্তে প্রবেশ করতে পারে না। ফলে পৃথিবী থেকে যে চাঁদের আলো আমরা পাই, তাতে কালো দাগ থেকে যায়। এগুলোকেই আমরা বলি চাঁদের কলঙ্ক।
কিন্তু প্রশ্ন হল এতো গর্ত কেন? তার কারণ চাঁদে বাতাস নেই। এ জন্য মহাশূন্য থেকে অনেক উল্কাপিন্ড বা ছোট ছোট মহাজাগতিক পাথর চাঁদের পিঠে এসে সরাসরি আঘাত করে। এ ধরনের উল্কাপিন্ড পৃথিবীর দিকেও আসে। কিন্তু পৃথিবীর বায়ুমন্ডল থাকায় ছোটখাটো উল্কা পৃথিবীর মাটিপর্যন্ত আসতে পারেনা। তার আগেই বাতাসের সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপরও কিছু মহাজাগতিক পাথর মাঝে মাঝে এসেই পড়ে।
নতুন এক অনুসন্ধানে চাঁদের পিঠে ২২২টি উল্কাপিন্ডের সাম্প্রতিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই সংখ্যা বিজ্ঞানীদের ধারণার চেয়ে এক-তৃতীয়াংশ বেশি। বিজ্ঞানীরা চাঁদের পিঠে ৪৭ হাজার ১০-২০ মিটার লম্বা হালকা দাগ দেখেছেন। এগুলো উল্কাপিন্ডের ভাঙা খন্ডের আঘাতে ঘটতে পারে তারা জানিয়েছেন।
বাংলাইনসাইডার/আরকে/রিডার্স ডাইজেস্ট