চাঁদ আর পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বলের জন্য চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। চাঁদের আকর্ষণের জন্য সৃষ্টি হয় জোয়ার ভাটার। জোয়ার ভাটার জন্য আবার সৃষ্টি হয় পৃথিবীর সাথে ঘর্ষণ বলের। ফলে পৃথিবী তার স্পিনের শক্তি কিছুটা হারায়। এতে চাঁদ আর পৃথিবীর মধ্যকার বলও কমে যায়। এজন্য চাঁদও দূরে সরে যায় প্রতিবছর ৩.৭৮সে.মি.